Top
সর্বশেষ

নাইজেরিয়ায় নৌকাডুবি, শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা

০৪ অক্টোবর, ২০২৪ ২:০৩ অপরাহ্ণ
নাইজেরিয়ায় নৌকাডুবি, শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা

নাইজেরিয়ার নাওজার রাজ্যে মুসলিমদের মাওলিদ উৎসব উদযাপন করতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটিতে থাকা যাত্রীদের মধ্যে অধিকাংশই ছিল নারী এবং শিশু। দমকল কর্মীরা জানিয়েছেন, তারা নাইজার নদী থেকে বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করেছেন। খবর এএফপির।

রাজ্যের জরুরি ব্যবস্থা সংস্থা জানিয়েছে, নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটেছে।

জরুরি ব্যবস্থা সংস্থার মুখপাত্র ইব্রাহিম উদু হুসেইনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এখন পর্যন্ত ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দেড় শতাধিক মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আমরা আজ আরও ২০টি মরদেহ উদ্ধার করেছি। এখন পর্যন্ত মোট ৩৬টি মরদেহ নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, এখন আর কাউকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া সম্ভব নয়। কারণ তিনদিন ধরে পানির নিচে কারও বেঁচে থাকা সম্ভব নয়। আশঙ্কা করা হচ্ছে যারা নিখোঁজ রয়েছে তারা সবাই হয়তো মারা গেছে।

এনজে

শেয়ার