Top
সর্বশেষ

দুর্গাপূজায় হিলি দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ

০৬ অক্টোবর, ২০২৪ ১১:২০ পূর্বাহ্ণ
দুর্গাপূজায় হিলি দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
জেলা প্রতিনিধি :

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলি স্থলবন্দর ‍দিয়ে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান এবং হিলি ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ পরিদর্শক বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দর সিঅ্যান্ডএফ এ্যাসোয়েশনের সভাপতি সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন গত ৩ অক্টোবর আমাদের পত্র দিয়ে জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে উভয় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ১৫ অক্টোবর সকাল থেকে পুনরায় পুরো দমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।

এদিকে হিলি স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ পরিদর্শক বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বিএইচ

শেয়ার