Top

দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক

০৭ অক্টোবর, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ইসলামী ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬৯ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ১৮২ বারে ২৭ লাখ ৬২ হাজার ৯৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৬০ শতাংশ। কোম্পানিটি ৪৫ বারে ১৫ হাজার ৩৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা খান ইসলামীক ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৩৪ শতাংশ। কোম্পানিটি ৭০০ বারে ৯ লাখ ৬৮ হাজার ৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩৮ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – তাকাফুল ইন্সুরেন্সের ৪.০৪ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৪.০১ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ডের ৩.২৭ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.১২ শতাংশ, ফু-ওয়াং ফুডের ২.৯৮ শতাংশ, সোশ্যাল ইসলামীক ব্যাংকের ২.৭০ শতাংশ এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামীক ব্যাংক পিএলসির ২.৬৩ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

শেয়ার