দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও দুদিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম বেড়েছে ১০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, ভারতের বাজারে মূল্যবৃদ্ধির পাশাপাশি দুর্গা পূজার কারণে আমদানি তুলনামূলক কম হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পণ্যটির দাম বেড়েছে।
এ ব্যাপারে হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, এখান দিয়ে ইন্দোর ও সাউথ জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দুদিন আগে বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ৭৪-৭৫ টাকায় বিক্রি হয়েছে, যা বর্তমানে ৮৫ টাকা। অন্যদিকে সাউথ জাতের প্রতি কেজি পেঁয়াজের দাম আগে ছিল ৮০ টাকা, যা বর্তমানে ৮৮-৯০ টাকা।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন, ‘দুর্গা পূজা উপলক্ষে আগামীকাল থেকে টানা ছয়দিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি বন্ধ ঘোষণা করেছেন ভারত। এরই মধ্যে পেঁয়াজ লোডিং বন্ধ করে দেয়া হয়েছে। আজ পর্যন্ত শুধু বিভিন্ন সড়কে পাইপলাইনে থাকা যেসব পেঁয়াজবাহী ট্রাক রয়েছে, সেগুলোই দেশে প্রবেশ করছে।’
এনজে