Top

উৎসব মৌসুমেও ভারতীয় স্বর্ণের বাজারে নিম্নমুখী চাহিদা

০৮ অক্টোবর, ২০২৪ ১১:৩০ পূর্বাহ্ণ
উৎসব মৌসুমেও ভারতীয় স্বর্ণের বাজারে নিম্নমুখী চাহিদা

হিন্দু সম্প্রদায়ের আসন্ন উৎসব মৌসুম ঘিরে চলতি সপ্তাহে স্বর্ণের চাহিদা কিছুটা বেড়েছে। তবে রেকর্ড সর্বোচ্চ দামের কারণে ধাতুটির চাহিদা স্বাভাবিকের তুলনায় কম। অন্যদিকে সোমবার পর্যন্ত স্বাধীনতা দিবস উপলক্ষে স্বর্ণের দ্বিতীয় শীর্ষ ব্যবহারকারী দেশ চীনে বাজার কার্যক্রম বন্ধ ছিল। তাই এ দেশেও নিম্নমুখী চাহিদায় ছিল মূল্যবান ধাতুটির বাজার। খবর রয়টার্স।

এ বিষয়ে কলকাতাভিত্তিক এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, ‘‌সামনে বিজয়া দশমী বা দশহরা উৎসব আসছে। তাই খুচরা বাজারে স্বর্ণের চাহিদা বাড়ছে। তবে রেকর্ড দামের কারণে ক্রেতার সংখ্যা এখনো অনেক কম।’উল্লেখ্য, ভারতীয়রা ১২ অক্টোবর দশহরা উদযাপন করবে। এ সময় হিন্দু ধর্মাবলম্বীরা স্বর্ণ ক্রয়কে শুভ হিসেবে বিবেচনা করে।

এদিকে ভারতীয় ডিলাররা চলতি সপ্তাহে ৬ শতাংশ আমদানি ও ৩ শতাংশ বিক্রয় শুল্কসহ প্রতি আউন্স স্বর্ণের স্থানীয় দামের ওপর ২১ ডলার পর্যন্ত ডিসকাউন্ট অফার করেছে, আগের সপ্তাহে যা ছিল ১৯ ডলার। গত সপ্তাহে দেশটিতে অভ্যন্তরীণভাবে ১০ গ্রাম স্বর্ণের দাম ৭৬ হাজার রুপিতে পৌঁছেছে, গত ২৫ জুলাই পর্যন্ত যা ছিল ৬৭ হাজার ৪০০ রুপি। এ হিসেবে তিন মাসের ব্যবধানে স্বর্ণের দাম প্রায় ১৩ শতাংশ বেড়েছে।

এনজে

শেয়ার