শেরপুরে টানা ৪দিনের ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার সার্বিকভাবে উন্নতি হয়েছে। বন্যার কারণে জেলার নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও নকলায় এ পর্যন্ত মারা গেছে ১১জন।
জেলার পাহাড়ি ৪টি নদীর পানি কমা অব্যাহত রয়েছে। এসব নদীর পানি এখন বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি বৃদ্ধি পাচ্ছে ব্রক্ষপুত্র, দশানি ও মৃগী নদীতে। পানি বৃদ্ধি পেলেও এসব নদীর পানি বিপদসীমার অনেক নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হলেও জনগনে দূর্ভোগ কমেনি। এখনো প্রতিটি এলাকায় খাদ্য সঙ্কট রয়েছে।
বন্যা দূর্গত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ নানা কার্যক্রম অব্যাহত রেখেছেন। এছাড়াও বিএনপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যবসায়ীদের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হচ্ছে ।
বাংলাদেশ সেনাবাহিনী ১৩ বীরের অধনায়ক ল্যাপ্টেনেন্ট কর্ণেল হাসান হাফিজিুল হক বলেন আমরা আমাদের সাধ্যানুযায়ী চেষ্টা করছি দূর্গত এলাকার মানুষের দূর্ভোগ লাগব করতে। আমাদের এ চেষ্টা অব্যাহত থাকবে।
এম জি