নারায়ণগঞ্জে অবস্থিত দেশের বৃহত্তম পাইকারি সুতার মোকাম টানবাজারে বেড়েছে সব কাউন্টের সুতার দাম। এক মাসের ব্যবধানে পাউন্ডে সুতার দাম বেড়েছে ৬-১৪ টাকা। ব্যবসায়ীরা জানান, দেশের রাজনৈতিক অস্থিরতা ও টাকা উত্তোলনে সীমা বেঁধে দেয়ায় অনেক ব্যবসায়ী ব্যাংকে টাকা না রেখে সুতা কিনে গুদামজাত করেছেন। বেচাকেনা কম করে সুতা গুদামে রেখে দেয়ায় মূলত সুতার দাম বেড়েছে।
জানা যায়, ১০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ৬৫-১১২ টাকা পাউন্ড দরে। এক মাস আগেও একই সুতা বেচাকেনা হয়েছিল ৫২-১০২ টাকায়। সে হিসাবে ১০ কাউন্টের সুতার দাম পাউন্ডে বেড়েছে প্রকারভেদে ১০-১৩ টাকা।
২০ কাউন্টের সুতা প্রকারভেদে বাজারে বেচাকেনা হচ্ছে ১১৯-১২৪ টাকা পাউন্ড দরে, এক মাস আগেও যা ছিল ১১০-১১২ টাকা। সে হিসাবে ২০ কাউন্টের সুতার দাম পাউন্ডপ্রতি বেড়েছে ৯-১২ টাকা।
৩০ কাউন্টের সুতা প্রকারভেদে বাজারে বেচাকেনা হচ্ছে ১৫২-১৬৮ টাকা পাউন্ড দরে। ১৫-২০ দিন আগে একই সুতা বেচাকেনা হয়েছিল ১৪০-১৫৪ টাকায়। সে হিসাবে এ কাউন্টের সুতার দাম বেড়েছে ১২-১৪ টাকা।
৪০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ১৭৮-১৮২ টাকা দরে। একই সুতা এক মাস আগে বেচাকেনা হয়েছিল ১৭০-১৭৪ টাকা দরে। সে হিসাবে ৪০ কাউন্টের সুতার দাম বেড়েছে প্রকারভেদে ৮ টাকা।
৬০ কাউন্টের সুতা বাজারে বেচাকেনা হচ্ছে প্রকারভেদে ২২২-২৩২ টাকা দরে। একই সুতা তিন সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ২১৮-২২৬ টাকা দরে। সে হিসাবে এ কাউন্টের সুতার দাম পাউন্ডে বেড়েছে ৪-৬ টাকা।
৮০ কাউন্টের সুতা প্রকারভেদে বাজারে বেচাকেনা হচ্ছে ২৭০-২৮০ টাকা পাউন্ড দরে। একই সুতা ২০-২৫ দিন আগে বেচাকেনা হয়েছিল ২৬৬-২৭৪ টাকায়। সে হিসাবে ৮০ কাউন্টের সুতার দাম বেড়েছে পাউন্ডে ৪-৬ টাকা।
এনজে