লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মেধাবী শিক্ষার্থীদের ল্যাপটপ প্রদান করেছে ন্যাশনাল আইডিয়াল কলেজ।
বৃহস্পতিবার (১০অক্টোবর) সকালে শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ল্যাপটপ প্রদান করা হয়।এর আগে কলেজের নবগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয়।
এতে ন্যাশনাল আইডিয়াল কলেজ পরিচালনা পর্ষদের সহ-সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার ইউসুফ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পজেটিভ বাংলাদেশের চেয়ারম্যান এড. নিজাম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মাওলানা আব্দুল করিম, আজিজুল ইসলাম প্রমুখ।
অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের হাত ধরেই আগামীর বাংলাদেশ বিনির্মান হবে। তবে সেক্ষেত্রে তোমাদের পড়ালেখায় মনোযোগী হতে হবে। খারাফ কাজ থেকে বিরত থাকতে হবে। আদর্শিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।
এনজে