Top

কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং কমিটি গঠন

১০ অক্টোবর, ২০২৪ ৯:১৮ অপরাহ্ণ
কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং কমিটি গঠন
জেলা প্রতিনিধি :

কেশবপুরে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ ১৭ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও যশোরের জেলা প্রশাসকের নির্দেশক্রমে হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজামন্ডপের নিরাপত্তা বিধানে সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রজনতাকে অন্তভুক্তকরে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন সভাপতি মনোনীত করা হয়েছে।

এছাড়া নির্বাচিত সদস্যরা হলেন- সহকারী কমিশনার (ভূমি), কেশবপুর সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন সাজিদ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সজিব সাহা, উপজেলা প্রাণী সম্পদ অফিসার অলোকেশ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আলমগীর হোসেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার আশিকুর রহমান, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আসাদুজ্জামান, উপজেলা পূজা উদযাপন পরিষদের (ভারপ্রাপ্ত) সভাপতি দুলাল চন্দ্র সাহা, বিশিষ্ট আইনজীবি এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাশফি চৌধুরী অরিন ও মেহরাব হোসেন বাধন।

এ কমিটির সদস্যরা উপজেলার সকল পূজামন্ডপ পরিদর্শন করবেন এবং নিরাপত্তা বিষয়ক পরামর্শ প্রদান করবেন।

বিএইচ

শেয়ার