Top

জয়পুরহাটে জমে উঠেছে ফুলের বিক্রি, সরবরাহ সংকট

১১ অক্টোবর, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
জয়পুরহাটে জমে উঠেছে ফুলের বিক্রি, সরবরাহ সংকট

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জমে উঠেছে ফুলের বেচাকেনা।সনাতন ধর্ম অবলম্বীদের সারদীয় দূর্গা পূজা চলছে সেই সাথে লম্বা ছুটি বিয়ের ও সিজন চলছে। পূজার লম্বা ছুটির জন্য বিয়ে বেড়েছে সব মিলিয়ে ফুলের চাহিদা বেড়েছে কয়েক গুণ। তবে বাজারে ফুলের সরবরাহ কমেছে।

জয়পুরহাট জেলার বাটার মোরে অবস্হিত ফুলের দোকানে গিয়ে দেখা যায়, ফুলের দোকানে ফুলের পরিমান খুব অল্প দাম ও বেশি।

কালায় উপজেলায় ফুলক্রেতা মোঃ খোকন ইসলাম জানান, ফুলের দাম ও বেশি আর মন মতো ফুল ও পাচ্ছি না।

ফুলের বাজারের এমন উর্ধ্বগতি এবং সংকটের জন্য ব্যবসায়ীকরা চাহিদা বেশি এবং সরবরাহ সংকটকেই দায়ী করছেন।

ফুল ব্যবসায়ী মোঃ ফজলুর রহমান সুইট বলেন, পূজা ও বিয়ের সিজন চলছে এ জন্য ফুলের চাহিদা বেড়েছে কিন্তু সেই তুলনায় সরবরাহ কম এ জন্য দামও একটু বেশি।কারণ হিসাবে তিনি চাহিদা বেশি এবং বৃষ্টির কারণে ফুল নষ্ট হচ্ছে বাগান থেকে পর্যাপ্ত ফুল আসছেনা বলে জানিয়েছেন।

জেলায় গত সপ্তাহে গোলাপ ফুল বিক্রি হয়েছে ১০/১৫ টাকা এখন বেড়ে ৩০ টাকা। গাদা ১০০ থেকে এখন বেড়ে ২৫০/৩০০ টাকা,রজনী গন্ধা স্টিক ১৫ টাকা এখন বেড়ে ২৫/৩০ টাকা গাজরা ৫০ টাকা থেকে বেড়ে ১০০/১৫০ টাকা,জারবেলা আগে বিক্রি হয়েছে ২০/২৫ এখন ৩০/৩৫ পর্যন্ত বিক্রি হচ্ছে।

তবে ব্যবসায়িকরা জানিয়েছেন বৃষ্টি থেমে গেলে খুব স্বল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

এনজে

শেয়ার