বৈশ্বিক বাজারে বুধবার আরও বেড়েছে স্বর্ণের দাম। নিম্নমুখী শেয়ার ও বন্ড ইল্ড ধাতুটির মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। অন্যদিকে স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সম্ভাব্য সুদহারের বিষয়ে ইঙ্গিত পেতে মার্কিন অর্থনৈতিক তথ্যের দিকে নজর রাখছেন। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য পৌঁছেছে ২ হাজার ৬৭৬ ডলার ৬৩ সেন্টে। গত মাসে স্পট মার্কেটে স্বর্ণের দাম রেকর্ড আউন্সপ্রতি ২ হাজার ৬৮৫ ডলার ৪২ সেন্টে পৌঁছেছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৬৯৩ ডলার ৩০ সেন্টে।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেছেন, বর্তমানে স্বর্ণের দাম সেপ্টেম্বরের সর্বোচ্চের প্রায় কাছাকাছি রয়েছে। শেয়ারবাজারের নিম্নমুখী অবস্থান গতকাল স্বর্ণের মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।
সাধারণত কেন্দ্রীয় ব্যাংকগুলোয় কম সুদহার ও চলমান অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক অস্থিরতার সময় স্বর্ণ একটি একটি আপৎকালীন বিনিয়োগ খাত হয়ে ওঠে।
এএনজেডের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট সোনি কুমারী বলেন, ‘যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচন ও ভূরাজনৈতিক উত্তেজনা সামনের দিনগুলোয় স্বর্ণের দাম আরো বাড়াতে ভূমিকা রাখবে।’
সান ফ্রান্সিসকো ফেডারেল রিজার্ভ ব্যাংকের সভাপতি মেরি ডালি বলেন, ‘প্রত্যাশা অনুযায়ী অর্থনৈতিক তথ্যের খবর পাওয়া গেলে কেন্দ্রীয় ব্যাংক সুদহার আরো কমাতে পারে।’
এদিকে স্পট মার্কেটে রুপার দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৩১ ডলার ৮২ সেন্টে পৌঁছেছে। গতকাল প্লাটিনামের দাম বেড়েছে আগের দিনের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ৯৯৭ ডলার ৪৫ সেন্টে। প্যালাডিয়ামের দাম প্রায় ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ১৮ ডলারে দাঁড়িয়েছে।
লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশনের বার্ষিক সমাবেশে প্রতিনিধিদের দেয়া পূর্বাভাস অনুযায়ী, ১২ মাসের মধ্যে স্বর্ণের দাম আউন্সপ্রতি ২ হাজার ৯৪১ ডলারে পৌঁছতে পারে। এ সময় রুপার দাম হতে পারে আউন্সপ্রতি ৪৫ ডলারে।
মিয়ামির এলবিএমএ সম্মেলনে প্রতিনিধিদের একটি ভোটে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও এক বছরের মধ্যে বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। এ সময় প্লাটিনামের দাম পৌঁছতে পারে আউন্সপ্রতি ১ হাজার ১৪৮ ডলারে। প্যালাডিয়ামের দাম বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৫৯ ডলারে স্থির হতে পারে।
তারা আরো জানান, স্পট মার্কেটে স্বর্ণের দাম চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ২৯ শতাংশ বেড়েছে। রুপার দাম বেড়েছে ৩২ শতাংশ।
দুবাইভিত্তিক প্রাইম ব্রোকারেজ ফার্ম এসটিপি পার্টনার্সের প্রধান নির্বাহী টনি হলসাইডের বরাত দিয়ে সম্প্রতি দ্য ন্যাশনাল জানায়, বর্তমানে একাধিক কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রথমত, ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি শিথিলের আশা স্বর্ণকে ব্যবসায়ীদের জন্য আরো আকর্ষণীয় বিনিয়োগ খাত হিসেবে গড়ে তুলতে পারে। এছাড়া মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাও বিনিয়োগকারীদের জন্য আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণ খাতের অবস্থানকে আরো গুরুত্বপূর্ণ করে তুলছে।
এনজে