Top

ফ্রান্সে কমতে পারে গম ও যব উৎপাদন

১৭ অক্টোবর, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ
ফ্রান্সে কমতে পারে গম ও যব উৎপাদন

চলতি বছর ফ্রান্সে কমতে পারে গম (সফট হুইট) ও যব উৎপাদন। মঙ্গলবার ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে। তবে এ সময় দেশটিতে ভুট্টার ফলন বাড়তে পারে। খবর রয়টার্স, হেলেনিক শিপিং নিউজ।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর মধ্যে শীর্ষ গম উৎপাদনকারী দেশ ফ্রান্স। দেশটিতে পরপর ভারি বৃষ্টিপাতের কারণে গম ও যব রোপণ কমেছে। এমনকি শস্যের বেড়ে ওঠায়ও প্রভাব ফেলেছে।

এ ব্যাপারে ফ্রান্সের কৃষি মন্ত্রণালয় জানায়, চলতি বছর দেশটিতে ২ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টন গম উৎপাদন হতে পারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ শতাংশ কম এবং ১৯৮৬ সালের পর সর্বনিম্ন। গত মাসে ফ্রান্সে ২ কোটি ৫৭ লাখ ৮০ হাজার টন গম উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল কৃষি মন্ত্রণালয়। উৎপাদন কমায় গম রফতানিও নিম্নমুখী হতে পারে।

ফ্রান্সে চলতি বছর যব উৎপাদন কমে ৯৮ লাখ টনে নেমে যেতে পারে, আগের মাসে দেয়া পূর্বাভাসে যা ছিল ১ কোটি ৫০ হাজার টন। শীত ও বসন্তকালীন যবের ফলন হ্রাসের কারণে মোট উৎপাদন গত বছরের তুলনায় ২০ শতাংশ এবং পাঁচ বছরের গড়ের তুলনায় ১৭ শতাংশ কমতে পারে।

অন্যদিকে কৃষি মন্ত্রণালয় চলতি বছরের জন্য ভুট্টার উৎপাদন পূর্বাভাস বাড়িয়ে ১ কোটি ৪৪ লাখ ৭০ হাজার টনে উন্নীত করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি। গত মাসে দেয়া পূর্বাভাসে এ পরিমাণ ছিল ১ কোটি ৪৩ লাখ ৯০ হাজার টন।

এনজে

শেয়ার