Top

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

২১ অক্টোবর, ২০২৪ ১:৩০ অপরাহ্ণ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে গুলি করে হত্যা

কক্সবাজারে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জনকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২১ অক্টোবর) ভোররাতে ২০ নম্বর ক্যাম্পের লাল পাহাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ১৭ নম্বর ক্যাম্পের ব্লক ১০৪ এর আহমদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা (১৩)। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাত সাড়ে ৪টার দিকে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের আওতাধীন বর্ধিত ক্যাম্প-২০ এর লাল পাহাড় সংলগ্ন এস-৪ ও বি-৭ ব্লক এলাকা দিয়ে ১৫-২০ জন অজ্ঞাত দুর্বৃত্ত প্রবেশ করে ওই ব্লকে অস্থায়ীভাবে বসবাসরত আহমদ হোসেন ও তার পরিবারের ওপর গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহতাবস্থায় আসমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এম জি

শেয়ার