বাংলাদেশের রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার সাথে গণঅধিকার পরিষদও বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কালভার্ট রোড জামান টাওয়ারের সামনে থেকে মিছিল নিয়ে বঙ্গভবনের সামনে অবস্থান নেয়।
গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমাদের দাবি পরিষ্কার শাহাবুদ্দিন চুপ্পুকে বঙ্গভবন ছাড়তে হবে। তিনি বঙ্গভবন ছাড়লেই ছাত্র-জনতা ঘরে ফিরে যাবে অন্যথায় আমাদের চলমান অবস্থান কর্মসূচি চলবে। ৫ আগষ্ট আমরা একটি বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনাকে বিতাড়িত করেছি কিন্তু চুপ্পু সাহেবকে বিতাড়িত করতে পারিনি; এখন সময় তাকে বিতাড়িত করার।
তিনি রাষ্ট্রপতির চেয়ারে থাকা মানে শহীদদের রক্তের সাথে প্রতারণা করার শামিল। আমরা তাকে সময় দিয়েছি, এই সময়ের মধ্যে তিনি চেয়ার থেকে না নামলে আমরা ভিন্ন রাস্তায় তাকে চেয়ার থেকে নামাতে বাধ্য হবো।