দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি অব্যাহত থাকায় বেড়েছে পেঁয়াজের সরবরাহ। এতে একদিনের ব্যবধানে মসলাপণ্যটির দাম কেজিতে ৫-৭ টাকা কমে গেছে।
আমদানি অব্যাহত থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এতে একদিনের ব্যবধানে মসলাপণ্যটির দাম কেজিতে ৫-৭ টাকা কমে গেছে। সরবরাহ ভালো থাকলে দাম বাড়ার তেমন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বন্দরের আমদানিকারকরা।
এ বিষয়ে বন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, হিলি দিয়ে ইন্দোর ও বেলোরি এ দুই জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। একদিন আগে ইন্দোর জাতের পেঁয়াজ পাইকারিতে কেজিপ্রতি ৯০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল তা কমে ৮৩ টাকা দরে বিক্রি হয়। এছাড়া বেলোরি জাতের পেঁয়াজ আগের দিন ৯৩ টাকা বিক্রি হলেও গতকাল তা কমে ৮৮ টাকা কেজিতে বিক্রি হয়েছে।
হিলি স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত সহকারী এসএম জোবায়ের বলেন, ‘বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে পরিমাণ ওঠানামা করছে। পেঁয়াজ পচনশীল দ্রব্য হওয়ায় কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত খালাসে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ।’
এনজে