Top
সর্বশেষ

আধা সেদ্ধ চালের রফতানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা ভারতের

২৪ অক্টোবর, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ
আধা সেদ্ধ চালের রফতানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা ভারতের

আধা সেদ্ধ চালের ওপর থেকে রফতানি শুল্ক পুরোপুরি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ভারত। গত মাসে রফতানি শুল্ক ১০ শতাংশ নামিয়ে আনার পর এবার তা পুরোপরি সরিয়ে নিল দেশটি। রফতানি বাড়ানোর লক্ষ্যে গত মঙ্গলবার এ পদক্ষেপ নিয়েছে ভারতের অর্থ মন্ত্রণালয়। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল ও এনডিটিভি।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর আধা সেদ্ধ চালের রফতানি শুল্ক ২০ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনে বিশ্বের বৃহত্তম চাল রফতানিকারক দেশটি। এছাড়া বাসমতী ছাড়া অন্যান্য সাদা চাল রফতানির ক্ষেত্রে প্রতি টনে ৪৯০ ডলারের ন্যূনতম রফতানি মূল্য (এমইপি) বেঁধে দেয়া হয়। এবার শুল্ক পুরোপুরি তুলে দেয়া হলো। বিশ্লেষকরা বলছেন, এতে চাল রফতানিতে আগ্রহী হবেন ব্যবসায়ীরা।

ভারতীয় চাল রফতানিকারক সমিতির সভাপতি বিভি কৃষ্ণা রাও বলেন, ‘‌শুল্ক অপসারণের সিদ্ধান্ত মূল্যসংবেদনশীল আফ্রিকান ক্রেতাদের ভারত থেকে কেনাকাটা বাড়াতে উৎসাহিত করবে।’ সমিতির সহসভাপতি দেব গর্গ বলেন, ‘‌এ সিদ্ধান্ত নতুন মৌসুমের ফসল নিয়ে সরকারের আস্থার ইঙ্গিত দেয়।’

এর আগে স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে ২০২৩ সালের আগস্টে আধা সেদ্ধ চাল রফতানিতে ২০ শতাংশ শুল্কারোপ করেছিল ভারত। দেশটির বাণিজ্যসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশে গত বছরের চালের মজুদ উদ্বৃত্ত তৈরি হয়েছে। এতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খরিপ মৌসুমে স্থানীয় বাজার থেকে চাল কিনতে সমস্যা দেখা দিচ্ছে। তাছাড়া চলতি মাসের প্রথমার্ধে ফুড করপোরেশন অব ইন্ডিয়া ও অন্যান্য সংস্থা মজুদাগারের অভাবে চাল ক্রয় অর্ধেক কমিয়ে দিয়েছে। এসব কারণে রফতানি বাধা কমিয়ে আনছে সরকার।

এনজে

শেয়ার