Top

বৈশ্বিক বাজারে ফের বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম

২৫ অক্টোবর, ২০২৪ ১০:০০ পূর্বাহ্ণ
বৈশ্বিক বাজারে ফের বেড়েছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম

বৈশ্বিক বাজারে বৃহস্পতিবার স্বর্ণের দাম আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। বিশ্বব্যাপী চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় বিনিয়োগের নিরাপদ আশ্রয় খাত হিসেবে ঊর্ধ্বমুখী চাহিদা পণ্যটির বাজারদর বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন নিয়ে উদ্বেগও বাড়ছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে গত এক মাসের সর্বোচ্চে পৌঁছেছে প্যালাডিয়ামের দাম। রাশিয়া থেকে ধাতুটি সরবরাহে নিষেধাজ্ঞা আসতে পারে, এমন আশঙ্কা পণ্যটির মূল্যবৃদ্ধিতে ভূমিকা রেখেছে। খবর রয়টার্স।

স্পট মার্কেটে বৃহস্পতিবার স্বর্ণের দাম আগের দিনের তুলনায় দশমিক ৭ শতাংশ বেড়েছে। আউন্সপ্রতি মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৭৩৫ ডলার ২৬ সেন্টে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে গতকাল স্বর্ণের দাম আগের দিনের তুলনায় বেড়েছে দশমিক ৭ শতাংশ। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২ হাজার ৭৪৭ ডলার ৯০ সেন্টে।

নয়াদিল্লিভিত্তিক গবেষণা সংস্থা এসএস ওয়েলথস্ট্রিটের প্রতিষ্ঠাতা সুগন্ধা সাচদেবা বলেন, ‘চলতি বছরের বাকি সময় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি রেকর্ড ২ হাজার ৮০০ ডলারে পৌঁছতে পারে। আমরা আগামী বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি আউন্সপ্রতি ৩ হাজার ডলারের বেশি। এ সময় স্বর্ণের মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রাখতে পারে ভূরাজনৈতিক উত্তেজনা, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর সম্ভাবনা ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ঊর্ধ্বমুখী ক্রয়।’

ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনের বরাত দিয়ে রয়টার্স জানায়, গ্রুপ অব সেভেনের সহযোগীদের কাছে রুশ প্যালাডিয়াম ও টাইটানিয়ামের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ভাবতে বলেছে যুক্তরাষ্ট্র। এ প্রতিবেদন প্রকাশের পর স্পট মার্কেটে গতকাল প্যালাডিয়ামের দাম আগের দিনের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ১১৫ ডলার ৬০ সেন্টে, যা ১৮ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

এনজে

শেয়ার