Top

নিজ এলাকা থেকে নির্বাচনের ঘোষণা দিলেন নুর

২৯ অক্টোবর, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
নিজ এলাকা থেকে নির্বাচনের ঘোষণা দিলেন নুর
জেলা প্রতিনিধি :

নিজ এলাকা পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে জেলার গলাচিপা উপজেলার হাই স্কুল মাঠে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

নুরুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করতে বেগ পেতে হচ্ছে, দুই বা এক বছর পর যখনই নির্বাচন হয় আপনারা সমর্থন করলে দেশের অন্য কোনো আসনে নয় নিজের জন্মস্থান থেকেই নির্বাচন করব।

বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন দরকার জানিয়ে তিনি বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে পুরনো যে দল পুরোনো যে নেতৃত্ব এই প্যাটার্নে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার।

তিনি বলেন, গণ অধিকার পরিষদের যে গণজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই। একক কোনো দল যেন সরকার গঠন করে ফ্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। কোনো অপরাজনীতিতে নতুন বাংলাদেশে চলবে না।

গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে গণ সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।

বিএইচ

শেয়ার