Top
সর্বশেষ
মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

ইবিতে বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেবেন উপাচার্য

৩০ অক্টোবর, ২০২৪ ৩:০৬ অপরাহ্ণ
ইবিতে বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেবেন উপাচার্য

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষদ ভিত্তিক বেস্ট টিচার্স অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োাগ দেয়া হবে। গুণীর কদর যে দেশে থাকে না, সেই দেশ অগ্রসর হতে পারে না। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের সভাপতি ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে উপাচার্য এসব কথা বলেন।

জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে সভায় ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সভাপতি প্রফেসর ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড. এ. কে. এম নাজমুল হুদা, ফার্মেসি বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাঃ মিজানুর রহমান ছাড়াও অনুষদের কয়েক জন শিক্ষক বক্তব্য রাখেন। বক্তব্যে তাঁরা স্ব-স্ব বিভাগের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এসময় একে একে সব সমস্যার সমাধানের আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, পেপার বেইজড নয়, রিসার্চ বেইজড রিসার্চ সেন্টার করা হবে। সবার রিসার্চ ওয়ার্ক আপলোড করা হবে ওয়েবসাইটে। আর ডিপার্টমেন্টাল ফান্ড বৃদ্ধির পাশাপাশি ল্যাবগুলোকে ওয়েল ইক্যুইপড করা হবে বলেও জানান তিনি।

এনজে

শেয়ার