Top
সর্বশেষ
১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক জুলাই-আগস্ট গণহত্যা: মিরপুরের সাবেক ডিসি জসিম গ্রেপ্তার কাগুজে প্রতিষ্ঠানকে ১৬৩৫ কোটি টাকা ঋণ আইএফআইসি ব্যাংকের ইসরায়েলি আগ্রাসনে একদিনে গাজায় আরও ১৪৩ ফিলিস্তিনি নিহত

কালীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা, স্বামী-শ্বশুর পলাতক

৩০ অক্টোবর, ২০২৪ ৭:৪১ অপরাহ্ণ
কালীগঞ্জে গৃহবধূর আত্মহত্যা, স্বামী-শ্বশুর পলাতক
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের কালীগঞ্জে ঘরের মেঝে থেকে গৃহবধূর আলেয়া বেগমের (১৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কালিগঞ্জ পৌরসভার উত্তরগাঁও গ্রামের মোজাম্মেল হোসেনের স্ত্রী।

বুধবার (৩০ অক্টোবর) সকালে ওই গ্রামের মতিউর রহমানের ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন এদিন সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব কুমার বাইন বলেন, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মধ্যরাত ১টার দিকে মোজাম্মেলের চিৎকার শুনে আশপাশের লোকজন তার ঘরে গিয়ে স্ত্রীকে ফাঁসিতে ঝুলতে দেখে। পরে স্থানীয়রা মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেয়। তাঁরা নিজ বাড়ির পাশে মতিউর রহমানের বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। বেলা ১১ টায় পুলিশ ঘটনাস্থল পৌছে ঘরের মেঝে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী মোজাম্মেল হোসেন (২২) এবং শ্বশুর আবুল হোসেন (৫০) পলাতক রয়েছেন। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে সুরতহালে রিপোর্টে গৃহবধূর গলায় কালো দাগ পাওয়া গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

এম জি

শেয়ার