দেশের নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে ই-রিটার্ন দাখিল করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ-সংক্রান্ত সার্কুলার জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়, স্বাভাবিক ব্যক্তি করদাতাদের অনলাইনের মাধ্যমে রিটার্ন দাখিল সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। সেই আদেশ দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের পরিপালন নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এ নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক।
গত ২২ অক্টোবর আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করে জাতীয় রাজস্ব বোর্ড আদেশ জারি করে। আদেশে বলা হয়, সব তফসিলি ব্যাংক, মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কিছু বহুজাতিক কোম্পানিতে (ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড, নেসলে বাংলাদেশ) কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক।
এই আদেশের প্রেক্ষিতেই দেশের ব্যাংকগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনে রিটার্ন দাখিল করতে দিয়েছে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এএ