Top

গাজীপুরে বন বিভাগের জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভূমিহীনদের বিক্ষোভ

০৩ নভেম্বর, ২০২৪ ৮:০০ অপরাহ্ণ
গাজীপুরে বন বিভাগের জমি থেকে উচ্ছেদের প্রতিবাদে ভূমিহীনদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে বন বিভাগের জমি থেকে ঘরবাড়ি উচ্ছেদের প্রতিবাদে পাঁচ শতাধিক পরিবারের নারী-পুরুষ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

রোববার (৩ নভেম্বর) বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে চালক ও যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

কয়েকজন নারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা গরীব মানুষ। পরিবারের পুরুষেরা দিনমজুরী এবং নারীার পোশাক কারখানাসহ বাসাবাড়ীতে কাজ করে কোনোরকমে দিন পার করি। সরকার যদি তাদের বনের জায়গা থেকে আমাদের উচ্ছেদ করে দেয় আমরা যাব কোথায়? অনেকের পরিবারে প্রাপ্ত বয়ষ্ক ছেলে ও মেয়ে রয়েছে। তারা তাদের বিবাহযোগ্য ছেলেমেয়ে নিয়ে কোথায় যাবে। আমাদের কথা চিন্তা করে সরকার তথা বন বিভাগের লোকজন যেন ঘরবাড়ী উচ্ছেদ না করে। তাছাড়া ঘরবাড়ী উচ্ছেদ করলে কষ্টের টাকা দিয়ে সামান্য সঞ্চয় (আসবাবপত্র) নিয়ে আমাদের খোলা আকাশের নিচে বসবাস করতে হবে।

বন বিভাগ জানায়, গত ৫ই আগস্টের পর ঢাকা বন বিভাগ এবং বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ গাজীপুরের ভাওয়াল ও রাজেন্দ্রপুর রেঞ্জের অধীনে ভবানীপুর, মনিপুর এবং বাড়ইপাড়া বিটে বন বিভাগের জমি ও ২নং খাস খতিয়ানের জমিতে প্রায় সহ¯্রাধিক ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ করে বসবাস করে আসছে স্থানীয় ভূমিহীন পরিবার।

বিক্ষোভ মিছিলে ভূমিহীন সমিতির সভাপতি ইউনুস আলী বলেন, আমাদের ঘরবাড়ি ভাংতে হলে আমাদের লাশের উপর দিয়ে ভাংতে হবে। সরকার আমাদের ঘরবাড়ি ভাঙ্গার কোনো আদেশ দেয়নি। বন বিভাগের লোকজন জোরপূর্বক আমাদের ঘরবাড়ি ভেঙ্গে দিচ্ছে। আমাদের ঘরবাড়ি আমাদেরই রক্ষা করতে হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন যাবত বনের জমিতে ভূমিহীন পরিবারের সদস্যরা ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করে আসছে। বন বিভাগ উচ্ছেদ কার্যক্রম চালালে ওইসব পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়বে।

সম্প্রতি বন বিভাগের জায়গায় ভূমিহীন পরিবারের লোকজন ঘরবাড়ী নির্মাণ করে বসবাস করছে। গত দুইদিন পূর্বে তাদের জমিতে নির্মানাধীন বসতবাড়ী উচ্ছেদ করতে যায় বন বিভাগের কর্মীরা। এসময় স্থানীয় বাসিন্দারা তাদের বাধা দিলে বন বিভাগ তাদেরকে আসামী করে মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ স্থানীয় একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। দুইদিন কারাভাগের পর জামিনে বেরিয়ে আসে। ঘরবাড়ি উচ্ছেদ এবং মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভূমিহীন নারী পুরুষেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

অপরদিকে, ভাওয়ালগড় বাঁচাও আন্দোলন সংগঠনের নেতারা সম্প্রতি বন বিভাগের জমি রক্ষা ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ভাওয়াল জাতীয় উদ্যানের সামনে মানববন্ধন করেচে। তারা বন বিভাগের কর্মকর্তাদেরকে বনের জায়গা থেকে অবৈধ স্থাপনা ও ঘরবাড়ী উচ্ছেদ করে বনের জায়গা দখলমুক্ত করার আহ্বান জানিয়েছেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, বিক্ষোভকারী ভূমিহীনরা মহা সড়কে অবস্থান নিলে বুঝিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়েদেওয়া হয়। পরে তারা মহাসড়কের পাশে শান্তিপূর্ণ বিক্ষোভ করে।

এম জি

শেয়ার