Top

নতুন মৃত্যু ১৬, শনাক্ত ২১৮৭

১৮ মার্চ, ২০২১ ৩:২৬ অপরাহ্ণ
নতুন মৃত্যু ১৬, শনাক্ত ২১৮৭

সারাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে আট হাজার ৬২৪ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন দুই হাজার ১৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৬৩ হাজার ৯৩৯ জনে।

বৃহস্পতিবার (১৮ মার্চ ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ২১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯২৫টি নমুনা। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৩ লাখ ৮৯ হাজার ১৯৪টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের ১২ জন পুরুষ, বাকি তিন জন নারী। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৬২৪ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৫২১ জন, বাকি দুই হাজার ১০৩ জন নারী।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ১৬ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১২, ৫১ থেকে ৬০ বছরের এক জন এবং বাকি তিন জনের বয়স ৪১১ থেকে ৫০ বছরের মধ্যে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিন জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়। সে হিসেবে দেশে করোনায় প্রথম মৃত্যুর এক পূর্ণ হলো আজ।

শেয়ার