Top

বিএনপির ৪ মহানগর, ৬ জেলার কমিটি ঘোষণা

০৪ নভেম্বর, ২০২৪ ৫:০৭ অপরাহ্ণ
বিএনপির ৪ মহানগর, ৬ জেলার কমিটি ঘোষণা

জেলা ও মহানগর পর্যায়ে দশ সাংগঠনিক শাখার কমিটি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৪ নভেম্বর) দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এই কমিটির ঘোষণা করা হয়।

বিএনপির আজ ঘোষিত কমিটিগুলো হলো— ঢাকা মহানগর উত্তরের আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগরে আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলায় আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলায় আহ্বায়ক কমিটি এবং ময়ময়নসিংহ দক্ষিণ জেলা ও শেরপুর জেলার আংশিক আহ্বায়ক কমিটি করা হয়েছে।

বিএনপির গুরুত্বপূর্ণ ইউনিট ঢাকা মহানগর উত্তরে ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটিতে আমিনুল হককে আহ্বায়ক ও মোস্তফা জামানকে সদস্য সচিব করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির দুই সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল গত ৭ জুলাই। এরশাদ উল্লাহকে আহ্বায়ক এবং নাজিমুর রহমানকে সদস্য সচিব করা হয়। যা আজ পূর্ণাঙ্গ করা হয়েছে।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব হয়েছেন যথাক্রমে মনিরুজ্জামান খান ফারুক ও মো. জিয়াউদ্দিন সিকদার জিয়া, রেজাউল হাসান কয়েছ লোদীকে ভারপ্রাপ্ত সভাপতি ও ইমদাদ হোসেন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এম জি

শেয়ার