Top

বুটেক্সে অনুষ্ঠিত হলো ‘কন্টিনিউয়াস ওয়েট প্রসেসিং টেকনোলজি ও মেশিনারি’ শীর্ষক সেমিনার

০৪ নভেম্বর, ২০২৪ ৯:০৫ অপরাহ্ণ
বুটেক্সে অনুষ্ঠিত হলো ‘কন্টিনিউয়াস ওয়েট প্রসেসিং টেকনোলজি ও মেশিনারি’ শীর্ষক সেমিনার

ওয়েট প্রক্রিয়াকরণ প্রযুক্তির কাজ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘কন্টিনিউয়াস ওয়েট প্রসেসিং টেকনোলজি ও মেশিনারি’ শীর্ষক সেমিনার।

সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সেমিনারটি শুরু হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন, প্রধান বক্তা হিসেবে এশিয়া রেজিওন-গোলার এর সেলস হেড কেলভিন এল. এইচ. চুং এবং বিশেষ অতিথি হিসেবে প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেডের ডিরেক্টর ফারজাদ সাহাবুদ্দিন ও একই কোম্পানির সেলস ইন চার্জ (গোলার মেশিনারি) মো: তৌহিদ খান উপস্থিত ছিলেন। এছাড়া এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. সেখ মো: মমিনুল আলম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন তাঁর বক্তব্যে বলেন, টেক্সটাইল খাতে মেশিনসমূহের জন্য বিশাল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন এবং অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করতে ইচ্ছুক। মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স বিভাগের শিক্ষার্থীদের অনেক সুযোগ আছে। এছাড়া আমাদের মেশিনসমূহের দাম সম্পর্কে জানা জরুরি এবং এই মেশিনগুলো কীভাবে কাজ করে তা জানা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের সেমিনারগুলো আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য সুফল বয়ে আনবে। কারণ এর মাধ্যমে আমরা এই মেশিনসমূহের সিস্টেম সম্পর্কে জানতে পারব।

প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেডের সেলস ইন চার্জ (গোলার মেশিনারি) তৌহিদ খান বলেন, বর্তমানে মেশিনসমূহের সেক্টরে সুযোগ বেশি। বিক্রয় বিভাগের থেকে উৎপাদন বিভাগের সুযোগ বেশি।

প্যাসিফিক অ্যাসোসিয়েটস লিমিটেডের ডিরেক্টর ফারজাদ সাহাবুদ্দিন বলেন, আমরা বিবেচনা করি বুটেক্স এশিয়ার সবচেয়ে বড় টেক্সটাইল স্থাপনা। আমাদের কোম্পানি ৩৫ ধরনের মেশিন উৎপাদন করে থাকে। যেমন: স্পিনিং, ওয়ার্প ও ডায়িং মেশিনসমূহ। আমাদের কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো আমরা বিক্রয়োত্তর সেবা সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া। ভবিষ্যতে আমরা আরো সেমিনার করতে চাই। কারণ বুটেক্স শিক্ষার্থীরা এই মেশিনারিজ সেক্টরে যোগদান করুক এটা আমরা চাই।

পরবর্তীতে এশিয়া রেজিওন-গোলার এর সেলস হেড কেলভিন এল. এইচ. চুং বলেন, আমাদের জানা উচিত যে মেশিন কিভাবে কাজ করে। কারণ এটি একটি আকর্ষণীয় সেক্টর এবং এর একটি গৌরবময় ভবিষ্যত রয়েছে।

তাছাড়া তিনি সেমিনারের বিষয়বস্তু বর্ণনা করেন। যেমন: ফাংশন, বৈশিষ্ট্য এবং মেশিনের গুণমান। এছাড়া পণ্য বিভাগ, প্রক্রিয়া, প্রক্রিয়া সময়, গতি, উৎপাদন ক্ষমতা ইত্যাদি।

বুটেক্স প্রতিনিধি:তৌকির আহমেদ অভিক।

শেয়ার