Top
সর্বশেষ
ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ ১৩৭০ জনের শনাক্ত ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ৩ টি নতুন প্রোডাক্ট উদ্বোধন আরব আমিরাতকে পেছনে ফেলে রেমিট্যান্স আহরণে শীর্ষ উৎস যুক্তরাষ্ট্র আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল মাওলানা সাদকে দেশে আসতে দিলে সরকারকে পালাতে হবে সাবেক এমপি মেজর মান্নানের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে: গুম কমিশন প্রধান পিলখানা হত্যা মামলার পুনঃতদন্তে হাইকোর্টের রুল সোহরাওয়ার্দীতে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন আইকিউএয়ার সূচকে আজ বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা তৃতীয়

পোশাক শিল্পের ওপর অতি নির্ভরশীলতা অর্থনীতির জন্য হুমকি: আমীর খসরু

০৫ নভেম্বর, ২০২৪ ৬:৪১ অপরাহ্ণ
পোশাক শিল্পের ওপর অতি নির্ভরশীলতা অর্থনীতির জন্য হুমকি: আমীর খসরু

পোশাক শিল্পের ওপর অতিমাত্রায় নির্ভরশীলতা দেশের অর্থনীতির জন্য হুমকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, গার্মেন্টসের পাশাপাশি আইটি খাতে উন্নয়ন করতে হবে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বনানীর এক হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য) এর নেতাদের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির এ নেতা বলেন, আউটসোর্সিংয়ের জন্য তরুণ প্রজন্মকে আগ্রহী করা এবং বাধাবিপত্তি কমিয়ে আনতে হবে। তরুণ প্রজন্ম বাক্যের সাথে কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করছে। দেশের নতুন নতুন সম্ভাবনাময় খাতকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু গামেন্টর্স খাত নির্ভর হলে হবে না।

আমীর খসরু বলেন, অর্থায়ানের মাধ্যমে তরুণ প্রজন্মকে আগ্রহী করতে হবে। তাদের লেনদেনের সুবিধা দিতে হবে। দেশে সিরিয়াল লিভারেশন দরকার। বাধাবিপত্তি কমিয়ে আনতে বাক্যকে সহায়তা করতে হবে সরকারের।

এম জি

শেয়ার