Top
সর্বশেষ

পূবালী ব্যাংক ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখায় ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন

০৫ নভেম্বর, ২০২৪ ৭:৩২ অপরাহ্ণ
পূবালী ব্যাংক ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখায় ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্নার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সকল সেবা গ্রহণ করতে পারবেন। এই ধারাবাহিকতায় বুধবার (৫ নভেম্বর) পূবালী ব্যাংক পিএলসি ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখায় একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। ঢাকা স্টেডিয়াম কর্পোরেট শাখার উপমহাব্যবস্থাপক আলমগীর জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরীক্ষা ও পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, ইসলামিক ব্যাংকিং উইং প্রধান ও মহাব্যবস্থাপক জনাব দেওয়ান জামিল মাসুদ, সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগের মহাব্যবস্থাপক মোঃ কামরুজ্জামান।

বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, গ্রাহকদের ইসলামী মূল্যবোধ ও নীতি মেনে ব্যাংকিং সেবা দেওয়ার জন্য পূবালী ব্যাংক প্রতিশ্রæতিবদ্ধ। আমাদের দেশের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদা ক্রমবর্ধমান এবং সেই চাহিদা পূরণের লক্ষ্যে পূবালী ব্যাংক ইতোমধ্যেই দেশের বিভিন্ন শাখায় ‘ইসলামিক কর্নার’ স্থাপন করেছে। এতে গ্রাহকরা আধুনিক প্রযুক্তি ও নিরাপদ ব্যাংকিংয়ের সুবিধা নিয়ে ইসলামী নীতিমালা অনুযায়ী তাদের লেনদেন পরিচালনা করতে পারবেন। তিনি আরও বলেন, পূবালী ব্যাংক সমাজে শুদ্ধ ও নৈতিক ব্যাংকিং প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। ইসলামী ব্যাংকিংয়ের প্রসারে আমাদের এ প্রচেষ্টা গ্রাহকদেরকে সেবার নতুন অভিজ্ঞতা দিবে, যেখানে তারা তাদের ধর্মীয় মূল্যবোধ ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। আমরা আশা করি, দেশের প্রতিটি অঞ্চলে এই সেবা পৌঁছে দিয়ে পূবালী ব্যাংক ইসলামী ব্যাংকিংয়ে একটি মানদণ্ড স্থাপন করবে।

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এএ

শেয়ার