Top

জাবিতে নবীনবরণে শিক্ষার্থীদের কুরআন বিতরণের উদ্যোগ

০৫ নভেম্বর, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ
জাবিতে নবীনবরণে শিক্ষার্থীদের কুরআন বিতরণের উদ্যোগ
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম আবর্তনের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ১৫০০ কপি পবিত্র কোরআন শরীফ বিতরণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব।

মঙ্গলবার (৫ নভেম্বর) ৫৩তম ব্যাচ নবীনবরণ বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. মুহিব্বুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ইসলামি জ্ঞান চর্চা ও সুস্থ সংস্কৃতির চর্চাকে ছড়িয়ে দিতে নবীন শিক্ষার্থীদের মাঝে ১৫০০ কপি পবিত্র কোরআন বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান আয়োজন করা হবে৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্থসহ কোরআন পাঠ প্রতিযোগিতা, সিরাত প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের হাফেজ শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করে থাকে।

বিএইচ

শেয়ার