Top
সর্বশেষ

পদত্যাগ করছেন আইডিআরএ’র ৪ সদস্য

০৬ নভেম্বর, ২০২৪ ৯:৫৬ অপরাহ্ণ
পদত্যাগ করছেন আইডিআরএ’র ৪ সদস্য

পদত্যাগ করতে যাচ্ছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ৪ সদস্য। আগামীকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) তাদের পদত্যাগ পত্র দাখিল করার কথা রয়েছে।

সংস্কারের অংশ হিসেবে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুসারে তারা পদত্যাগ করতে যাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পদত্যাগ করতে যাওয়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ৪ সদস্য হলেন- বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন (প্রশাসন), মো. দলিল উদ্দিন (আইন), মো. নজরুল ইসলাম (নন-লাইফ) এবং কামরুল হাসান (লাইফ)।

তথ্য অনুসারে, অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন এনডিসি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান ২০২৪ সালের ৩১ জানুয়ারি। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়।

সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিনকে প্রথমবারের মতো আইডিআরএ’র সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয় ২০২০ সালের ১০ জুন। পরবর্তীতে ২০২৩ সালের ৩০ মে দ্বিতীয় দফায় তাকে আরো ৩ বছরের জন্য কর্তৃপক্ষের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

অপরদিকে আইডিআরএ’র সদস্য (লাইফ) পদে কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) পদে মো. নজরুল ইসলামকে ৩ বছরের জন্য নিয়োগ দেয়া হয় ২০২২ সালের ২৩ জুন। এদিন পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগের কথা জানায় অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

তবে কামরুল হাসান বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৭ জুন এবং মো. নজরুল ইসলাম কর্তৃপক্ষের সদস্য (নন-লাইফ) পদে যোগদান করেন ২০২২ সালের ২৯ জুন।

শেয়ার