Top
সর্বশেষ

শুল্ক প্রত্যাহারেও কমেনি পেঁয়াজের দাম, দ্রুত বাজার তদারকির দাবি ক্যাবের

০৭ নভেম্বর, ২০২৪ ৩:৫৪ অপরাহ্ণ
শুল্ক প্রত্যাহারেও কমেনি পেঁয়াজের দাম, দ্রুত বাজার তদারকির দাবি ক্যাবের
কাইমুল ইসলাম ছোটন, চট্টগ্রাম :

সাধারণ ভোক্তাদের স্বস্তি দিতে পেঁয়াজের উপর থেকে শুল্ক প্রত্যাহার করেছে সরকার। কিন্তু যে উদ্দ্যেশে শুল্ক প্রত্যাহার করা হয়েছে সেটার সুফল পাচ্ছেন না ভোক্তারা। বাজারে পণ্যটির কেজি ১১০ টাকার নিচে মিলছে না। অথচ শুল্ক আরোপ করার ঘোষণা আসার সাথে সাথে ব্যবসায়ীরা ওই অজুহাতে পণ্যটি দাম বাড়িয়ে দিয়েছিল। এখন শুল্ক প্রত্যাহারে কেন দাম কমছে না সেই কৌতুহল ভোক্তাদের মনে। তারা বাজার তদারকীর উপর জোর দেন।

চট্টগ্রামের বৃহৎ ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারতের পেয়াঁজ মানভেদে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০৫ টাকা পর্যন্ত। মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা। অথচ গত মঙ্গলবার সবচেয়ে ভালো ভারতের পেয়াঁজের দাম ছিল ৯৮ টাকা।

খাতুনগঞ্জের পাশ্ববর্তী পাইকারি বাজার চাক্তাই ঘুরে দেখা যায়, ভারতের পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতিকজি ৯৫ থেকে ১১০ টাকা এবং মিশরের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭২ থেকে ৭৫ টাকা। খাতুনগঞ্জের চেয়ে চাক্তাই একই পেঁয়াজ ১-২ টাকা বাড়তি বিক্রি হচ্ছে।

চাক্তাইয়ের কয়েকজন ব্যবসাী জানান, এখানকার অনেকে খাতুনগঞ্জ থেকে অল্প পেঁয়াজ এনে বিক্রি করেন। তাই কিছুটা বাড়তি হতে পারে।

গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পেঁয়াজের দাম কমাতে আমদানি শুল্ক ও কর সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দেন। ২০২৫ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত এটি বলবৎ থাকবে বলে জানা যায়।

অন্যদিকে চট্টগ্রাম বিভিন্ন খুচরা মুদি দোকানে, ভারতের পেঁয়াজ প্রতিকেজি ১০০-১২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মিশরের পেঁয়াজ প্রতিকেজি ৭৫-৯০ টাকা। কয়েকদিন ধরে পাকিস্তানের পেঁয়াজ বাজারে দেখা যাচ্ছে না বলে শাহ আলম নামে এক ব্যবসায়ী জানান।

নাম প্রকাশ না করার শর্তে খাতুনগঞ্জের এক ব্যবসায়ী জানান, আমাদের কারসাজির কিছু নেই। যা হয় আমদানিকারকরা করেন। আমরা অল্প কমিশনের বিনিময়ে বিক্রি করি।

আরেক ব্যবসায়ী বলেন, আজকে বন্দর থেকে প্রতিকেজি ১০০-১০৫ টাকায় কিনতে হচ্ছে। তাহলে এখানে কিভাবে কম বিক্রি করবে।

মোহাম্মদ খোকন নামে এক ক্রেতা জানান, খবর পাওয়া যায় শুল্ক কমানো হয়েছে। তাহলে বাজারে পেঁয়াজের দাম কমার কথা। কিন্তু বাজারে দেখা যায় পেঁয়াজের দাম আগের মতো। অথচ বাড়ার খবরে সাথে সাথে বেড়ে যায়।

চাক্তাই-খাতুনগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বাজারে যে পেঁয়াজ গুলো আছে তা পূর্বের ক্রয় করা। এজন্য দাম কমেনি, তবে নতুন আমদানি করা পেঁয়াজ আসলে কমে যাবে এবং বাজারে প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, খুব দ্রুত দেশীয় পেঁয়াজ বাজারে আসবে। তখন দাম আরও কমে যাবে বলে বিশ্বাস করি।

এ বিষয়ে ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস.এম নাজের হোসেন বাণিজ্য প্রতিদিনকে বলেন, শুল্ক প্রত্যাহার করা হয় ভোক্তাদের সুবিধার জন্য। কিন্তু শুল্ক প্রত্যাহারের পরও দাম বাড়লে এতে রাষ্ট্র এবং জনগণ ক্ষতিগ্রস্ত হন। এখন জাতীয় রাজস্ব বোর্ডের উচিত হবে বাজারে তদারকি বাড়ানো, যেন ভোক্তারা শুল্ক প্রত্যাহারের সুবিধা পান।

বিএইচ

শেয়ার