Top

মালয়েশিয়ায় ভুয়া নথি দাখিলের অভিযোগ, বাংলাদেশির ৬ দিনের রিমান্ড

১২ নভেম্বর, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ
মালয়েশিয়ায় ভুয়া নথি দাখিলের অভিযোগ, বাংলাদেশির ৬ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক :

মালয়েশিয়ায় ৬০০ বিদেশি কর্মীর কোটা অনুমোদনের জন্য ভুয়া নথি দাখিলের অভিযোগে এক বাংলাদেশির ছয় দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন সেলাঙ্গর আদালত। তবে, তদন্তের স্বার্থে ওই বাংলাদেশির নাম প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (১২ নভেম্বর) মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) আবেদনের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট রেজা আজহার রেজালি ৪৭ বছর বয়সী এক বাংলাদেশির বিরুদ্ধে ১২ নভেম্বর থেকে আগামী ১৭ নভেম্বর পর্যন্ত ৬ দিনের রিমান্ডের আদেশ জারি করেন।

আদালত সূত্রে জানা যায়, সেলাঙ্গর এমএসিসি অফিসে সাক্ষ্য দিতে হাজির হলে সোমবার (১১ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সন্দেহভাজন ওই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্দেহভাজন বাংলাদেশি ২০২৩ সালে দুটি আবেদনপত্রে ৬০০ বিদেশি কর্মীর কোটা অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে ১১ লাখ ১০ হাজার রিঙ্গিতের ভুয়া নথি দাখিল করেছেন।

প্রাথমিক যাচাই-বাছাই শেষে জানা যায়, আবেদনের পরিমাণ যথাক্রমে ৬ লাখ ৪৭ হাজার ৫০০ রিঙ্গিত ও ৪ লাখ ৬২ হাজার ৫০০ রিঙ্গিত।

সেলাঙ্গর দুর্নীতি দমন কমিশনের পরিচালক দাতুক সেলিম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১৮ ধারার অধীনে মামলাটি তদন্ত করা হচ্ছে।

বিএইচ

শেয়ার