অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও বিভ্রান্ত করতে নানা ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
ফারুক বলেন, বিতর্কিত ব্যক্তিদের ষড়যন্ত্রে পড়ে নির্বাচন যেনো বিলম্বিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। বিতর্কিত ব্যক্তিরা সরকারের দায়িত্ব পাবে তা হতে পারে না।
এদিকে সকালে ঠাকুরগাঁও জেলা শহরে নিজ বাসভবনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় উপদেষ্টা নিয়োগের বিষয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা নিজস্ব এখতিয়ারে কাজের সুবিধার্থে উপদেষ্টা নিয়োগ করবেন। তবে সেক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন। তারা যেন বিতর্কিত না হয়।
এসময় সবাইকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার কথাও বলেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আন্দোলনের অংশীদার আমরাও। এই সরকার ব্যর্থ যেন না হয়। যারা বাংলাদেশের শত্রু তারা যেন কোনোভাবেই সুযোগ না পায়।
অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোড ম্যাপ দেয়নি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের জন্য একটি কমিটি করা হয়েছে। আমাদেরকে চিঠি দিয়েছে, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। সবচেয়ে বড় বিষয় অবাধ ও নিরপেক্ষ একটি নির্বাচন।
বিএইচ