Top

প্রযুক্তি ব্যবহারে লাভবান মাদারীপুরের কৃষক

১৪ নভেম্বর, ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ
প্রযুক্তি ব্যবহারে লাভবান মাদারীপুরের কৃষক
মাদারীপুর প্রতিনিধি :

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র ব্যবহারের মাধ্যমে গত ৫ আগষ্ট মাদারীপুর জেলার প্রথম শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কুমেরপাড় এলাকার কৃষক জহির হাওলাদার, ঠান্ডু হাওলাদার, দেলোয়ার হাওলাদার, দুলাল হাওলাদারসহ ৫ জন কৃষকের ৪ বিঘা জমিতে রোপা আমনের ব্রী ধান-৮৭ চারা রোপন করা হয়। প্রায় ১৫ দিন পরে এই যন্ত্রের মাধ্যমে ইউরিয়া সার প্রয়োগ করা হয়। এতে বিঘা প্রতি ১৬ কেজী সার প্রয়োগ করা হয়। প্রচলিত পদ্ধতিতে বিঘা প্রতি সার লাগতো ২৪ কেজী। সেক্ষেত্রে বিঘা প্রতি ৮ কেজী সারের টাকা সাশ্রয় হয়েছে কৃষকের। উদ্ভাবিত এই যন্ত্র মাটির গভীরে সঠিক পরিমাণে সার প্রয়োগ নিশ্চিত করে, যা প্রচলিত পদ্ধতির তুলনায় সারের প্রায় ৪০ শতাংশ সাশ্রয় করতে সক্ষম। ফলে সারের কার্যকারিতা ৭০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায় এবং পরিবেশে নাইট্রাস অক্সাইড নির্গমন কমে। ফলে ফলন ভাল হয়ে উৎপাদন বৃদ্ধি পায়।

বুধবার কুমেরপাড় এলাকায় এই যন্ত্রের কার্যকারিতা ও উপকারিতা নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের শেষে মাঠ থেকে পাকা ধান কর্তন করা হয়। এতে দেখা যায় প্রচলিত পদ্ধতিতে যেখানে বিঘা প্রতি ১৩ মন ধান উৎপাদন হতো সেখানে এই পদ্ধতিতে বিঘা প্রতি ১৭ মন ধান উৎপাদন হচ্ছে। এতে একদিকে যেমন কৃষকের উৎপাদন ব্যয় কমছে আর অন্যদিকে বাড়ছে ফলন। আর ক্ষতিকর নাইট্রোজেন না ছড়ানোয় পরিবেশের ভারসাম্যও ঠিক থাকছে। ব্রি দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্র মাটির ৭-৮ সেন্টিমিটার গভীরে সরাসরি ইউরিয়া প্রয়োগ করতে সক্ষম, যা সারের প্রায় ৪০ শতাংশ সাশ্রয় করতে সহায়তা করে। এনসিসি ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় দেশের চারটি কৃষি পরিবেশ অঞ্চলে যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষার জন্য গবেষণা চলছে।
এই পদ্ধতিতে ধান উৎপাদনে খুশি কৃষকরা।

এনজে

শেয়ার