Top

কবি নজরুল কলেজে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৫ নভেম্বর, ২০২৪ ১০:৩৪ পূর্বাহ্ণ
কবি নজরুল কলেজে সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
কবি নজরুল কলেজ প্রতিনিধি :

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস) এর আয়োজনে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২৫০  শিক্ষার্থীকে হাতে-কলমে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে কবি নজরুল সরকারি কলেজের অডিটোরিয়ামে সাংবাদিকতায় প্রশিক্ষণটি শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টায়। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আতিক হাসান শুভ এর সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন  সাংবাদিক সমিতির সভাপতি জায়েদ হোসেন মিশু।

এ কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতা কী, শিক্ষার্থীরা কীভাবে এই পেশায় চ্যালেঞ্জ গ্রহণ করবে, সংবাদ উপস্থাপনা, সংবাদ লিখন ও সংগ্রহসহ বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। কর্মশালায় শিক্ষার্থীদের সাংবাদিকতার বিষয়ে খুঁটিনাটি বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। এতে অংশগ্রহণকারীরা নিজের দক্ষতা অর্জন করতে পারছেন। সাংবাদিকতায় ক্যারিয়ার গঠনে কোন পথে এগোতে হবে, কীভাবে এগোতে হবে সে বিষয়েও তাদের বিশেষ পরামর্শ দেওয়া হয়েছে। কর্মশালা শেষে বাছাইকৃত ১৫ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন-  বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির,

চেঞ্জ টিভি ডট প্রেসের আমিরুল মোমেনীন মানিক,

এখন টেলিভিশনের সম্পাদকীয় প্রধান তুষার আব্দুল্লাহ, চ্যানেল টোয়েন্টিফোর এর স্পেশাল  করেসপন্ডেন্ট মাকসুদ উন নবী,দেশ টিভির স্টাফ রিপোর্টার মাইন উদ্দিন আরিফ,টিবিএন এর স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এস এম সুজা উদ্দিন প্রমুখ।

এনজে

শেয়ার