Top

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

১৬ নভেম্বর, ২০২৪ ১০:৩৮ পূর্বাহ্ণ
লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন
পুঁজিবাজার ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৪ কোটি ৩০ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৩৯ শতাংশ।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ২১ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৯ শতাংশ।

তৃতীয় স্থানে থাকা ইউনাইটেড ফাইন্যান্সের ১৯ কোটি ৫২ লাখ টাকার  শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫২ শতাংশ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ইউনাইটেড ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১৪ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা, এমজেএল বিডির ১৪ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা এবং বিচ হ্যচারির ১০ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার