Top

শহীদ মিনার নির্মাণে প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ

১৮ নভেম্বর, ২০২৪ ২:২১ অপরাহ্ণ
শহীদ মিনার নির্মাণে প্রকল্পের টাকা নয় ছয়ের অভিযোগ
মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরি ইউনিয়নের বালিয়াবাধা গ্ৰামে কেবিএম উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ প্রকল্পের সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

জানা যায়, ২০২২-২০২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি প্রকল্পের আওতায় শহীদ মিনার নির্মাণের কাজ পায় সিংজুরি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গুলজার হোসেন।সেই কাজ পাওয়ার পর থেকেই কাজ না করার পাইতারা ও কালক্ষেপণ করতে থাকেন তিনি। পরবর্তীতে উপায়ান্তর না পেয়ে শহীদ মিনারের নকশা পরিবর্তন করে, নামে মাত্র নিম্নমানের সামগ্রী দিয়ে কোনো রকমের কাজ শেষ করেই বিল উত্তোলন করে আত্মসাৎ করেন তিনি ।

স্থানীয় বাসিন্দা ও স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা জানায়, কে বিএম উচ্চ বিদ্যালয় যে শহীদ মিনারটি তৈরি করা হয়েছে তা কোনরকমের কাজ শেষ করেছেন তারা । বরাদ্দ যাই থাক ইউপি সদস্যের টাকা দরকার, এজন্যই শহীদ মিনার স্বল্প টাকায় তৈরি করে বাকি টাকা তার পকেটে পুরেছেন।

স্কুলের প্রাক্তন শিক্ষার্থী রাতুল,সৌরভ ও ফাহাদ বলেন , এখানে যে দুই লক্ষ টাকার কাজ হয় নাই এটা যে কেউ দেখলেই বুঝবে । কোনোরকম এক লক্ষ টাকার কাজ করা হয়েছে, তাও করেছে কিনা সন্দেহ ।

সিংজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুর রহমান মিঠু বলেন , ইঞ্জিনিয়ার বাজেট দিয়েছে এটা এডিপির কাজ গোলজার মেম্বার কাজ করেছে,তারাই ভালো বলতে পারবে ।

কেবিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমারশীল বলেন, এটা গুলজার মেম্বার করেছে  আমি জানিনা কত টাকা খরচ হয়েছে।তারাই সব কিছু করেছে, আমি শুধু দেখেছি । অনেক অনেক স্কুলেতো শহীদ মিনার নাই, আমরা তবুও একটা পেয়েছি ।

এ বিষয়ে প্রকল্পের সভাপতি ও সিংজুরি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গুলজার হোসেন বলেন, প্রকল্পটিতে ২ লক্ষ টাকার কম খরচ হয়েছে । আনুমানিক পৌনে ২ লক্ষ টাকা দিয়ে শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। মিস্ত্রি বিল নিয়ে ২ লক্ষ টাকার উপরে খরচ করেছি ।

এ ব্যাপারে ঘিওর উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই , আমি খোঁজ নিয়ে দেখবো যদি কোন অনিয়ম হয়ে থাকে তবে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে ।

এনজে

শেয়ার