Top

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সরকার উৎখাতের চেষ্টা, গ্রেপ্তার ০১

১৯ নভেম্বর, ২০২৪ ১১:৪৯ পূর্বাহ্ণ
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সরকার উৎখাতের চেষ্টা, গ্রেপ্তার ০১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

বর্তমান সরকারকে গণবিপ্লবী আখ্যা দিয়ে উৎখাত চেষ্টার অভিযোগে এবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।গতকাল সোমবার (১৮ নভেম্বর) আখাউড়া থানার এসআই আব্দুল আলীম এ মামলাটি দায়ের করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা সবাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী। এর মধ্য থেকে রনি ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ইটের টুকরা, বাঁশ, রড উদ্ধার করা হয়। একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানায় মামলা দায়েরের এক দিনের ব্যবধানে আখাউড়া থানায় আরেকটি মামলা হলো। দুটি মামলারই বাদী পুলিশ

আখাউড়ার মামলায় উল্লেখ করা হয়, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতামূলক কাজের জন্য রবিবার রাতে উপজেলার গাজীর বাজারের বাসস্ট্যাণ্ডের কাছে

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা নেতাকর্মীরা জড়ো হয়। তারা বর্তমানে প্রতিষ্ঠিত গণবিপ্লবী সরকার (অন্তবর্তীকালীণ সরকার) কে উৎখাত করার লক্ষ্যে বাংলাদেশের অখন্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ত বিপন্ন করার জন্য লাঠি-সোটা, ইট-পাটকেলসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে নৈরাজ্য ও নাশকতা মূলক কর্মকান্ড করার জন্য জনমনে আতংক সৃষ্টি, জনজীবন বিপন্ন, সরকারি ও বেসরকারি সম্পদ ক্ষতি করার এবং আইন-শৃঙ্খলার পরিস্থিতি অবনতি করে বর্তমান সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করতেছে। এ খবরে সেখানে অভিযান চালিয়ে রনি ভূইয়াকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া এ সময় রাফসান জনি, মোকাদ্দেস মিয়া, ঈশান ভূইয়া, নিয়ামুল সিকদার, আরাফাত রহমান, আমজাদ হোসেন মাসুক, শামীম ভূইয়া, সামির, মমিন, জাহিদুল ইসলাম শাওন, ইয়ার হোসেন, তুষার ভূইয়া, রফিকুল ইসলাম শান্ত, রাব্বি আহম্মেদসহ আরো অনেকে পালিয়ে যায়।

এনজে

শেয়ার