সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ৯১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ৮০১ বারে ৬ লাখ ৪০ হাজার ৮১৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৭ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭১০ বারে ১৫ লাখ ৪১ হাজার ৮৪১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জিল বাংলার শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৫২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৪৩ বারে ১৩ হাজার ৩৪৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে–নাভানা সিএনজির ৭.৬৫ শতাংশ, শামপুর সুগার মিলসের ৬.৭৫ শতাংশ, অগ্নি সিস্টেমসের ৬.৫৯ শতাংশ, জিবিবি পাওয়ারের ৬.৪৯ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৬.৪১ শতাংশ, রতনপুর স্টিলের ৬.০৬ শতাংশ এবং এম.এল ডাইং লিমিটেডের শেয়ার দর ৫.৭৪ শতাংশ কমেছে।
এসকেএস