জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘নবীন চোখে গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার উদ্যোগে সেলিম আল দীন মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে সভার সূচনা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ, উপস্থাপক ও আইনজীবী মানজুর আল মতিন এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. শামীমা সুলতানা লাকি, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোঃ লুৎফুল এলাহী এবং পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন রুনু। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), প্রক্টর, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা।
শহীদ ইয়ামিনের পিতা ২৪-এর শহীদদের ‘বিপ্লবী যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি এবং তাদের স্মৃতিমূলক ডিজিটাল বোর্ড স্থাপনের দাবি জানান। শহীদ আলিফের বাবা বিতর্কিত উপদেষ্টা নিয়োগে উদ্বেগ প্রকাশ করে যোগ্য ও দক্ষ উপদেষ্টা নিয়োগের প্রস্তাব দেন।
সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ বলেন, “ভোটচুরি, সন্ত্রাস, চাঁদাবাজি, নিপীড়ন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের গোড়াপত্তন শেখ মুজিবের হাত ধরে শুরু হয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল একটি দুর্গ। এখানকার শিক্ষকরা ২৪-এর গণঅভ্যুত্থানে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তা যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি।”
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “গণঅভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা দিতে সরকার সুপার স্পেশালাইজড হাসপাতালে সেবা চালু করেছে। অভিজ্ঞ চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রয়োজনে আহতদের বিদেশে পাঠানো হচ্ছে। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে সরকার কাজ করছে।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর অনীহা রয়েছে, যা গণঅভ্যুত্থানের চেতনাকে বাধাগ্রস্ত করছে। আন্তর্জাতিক মহলও ডেমোক্রেসির কথা বলে চাপ প্রয়োগ করছে। তবে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চালুর জন্য মন্ত্রিসভায় প্রস্তাব উত্থাপন করা হবে।”
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “২৪-এর চেতনা সকলের। বৈচিত্র্যের নামে বিভাজন সৃষ্টি করে এই চেতনাকে দুর্বল করা যাবে না। বেনজির-মতিউরের মতো মানুষের মূল্যবোধের অভাব ছিল, যা আমাদের সমাধান করতে হবে। গণঅভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে আর্কাইভ ও ডকুমেন্টারি নির্মাণে বরাদ্দ বাড়ানো জরুরি।”
অনুষ্ঠানটি বিপ্লবী সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে শেষ হয়।
বিএইচ