Top

গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ গ্রেফতার

১৯ নভেম্বর, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ
গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ গ্রেফতার
জেলা প্রতিনিধি :

ভারতে পালানোর সময় যশোরের শার্শা সীমান্ত থেকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করেছে বিজিবি।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা, হত্যাসহ একাধিক মামলার আসামি তিনি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে আওয়ামী লীগ নেতা ভারতে পালাচ্ছেন। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে শিকারপুর সীমান্ত পথে ভারতে পালানোর সময় বিজিবি তাদের ধাওয়া করে। এসময় পাচারকারী পালিয়ে গেলেও গ্রেফতার করা হয় গাজীপুর মহানগরীর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণকে।

তিনি জানান, কিরণ স্থানীয় রামচন্দ্রপুর গ্রামের মানব পাচারকারী চক্রের সদস্য নূর নবীর মাধ্যমে এক লাখ টাকার বিনিময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়ে সীমান্তে এসেছিলেন।

আসাদুর রহমান কিরণের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোরের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিএইচ

শেয়ার