Top
সর্বশেষ

স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হলেন জাবির শিক্ষক ও শিক্ষার্থী

১৯ নভেম্বর, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
স্থানীয় সরকার ও গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হলেন জাবির শিক্ষক ও শিক্ষার্থী
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম ‘স্থানীয় সরকার সংস্কার কমিশন’-এর সদস্য এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আবদুল্লাহ আল মামুন ‘গণমাধ্যম সংস্কার কমিশন’-এর শিক্ষার্থী প্রতিনিধি সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

এমন অসামান্য অর্জনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁদের উভয়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান পরবর্তী অন্তবর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীর গুরুত্বপূর্ণ অংশগ্রহণ বিশ্ববিদ্যালয়ের জন্য এক বিরল গৌরব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মো. আবদুল্লাহ আল মামুন তাঁদের জ্ঞান ও দক্ষতা দিয়ে সংশ্লিষ্ট ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

উপাচার্য আরও বলেন, “তাঁদের এ অভিজ্ঞতা বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে, যা জনগণের প্রত্যাশা পূরণে সহায়ক হবে।” তিনি তাঁদের সর্বাঙ্গীণ সফলতা ও মঙ্গল কামনা করেন।

উল্লেখ্য, ড. মোহাম্মদ তারিকুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে সরকার ও রাজনীতি বিষয়ে গবেষণা ও শিক্ষা কার্যক্রমে অবদান রেখে আসছেন। অন্যদিকে, মো. আবদুল্লাহ আল মামুন একজন উদীয়মান সাংবাদিক এবং শিক্ষার্থীদের নেতৃত্বের ক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছেন।

এই অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এক গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত।

বিএইচ

শেয়ার