Top
সর্বশেষ

অটোরিক্সার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে অবরোধ কর্মসূচি

২০ নভেম্বর, ২০২৪ ১:৪১ অপরাহ্ণ
অটোরিক্সার ধাক্কায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে অবরোধ কর্মসূচি
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ক্যাম্পাসে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আফসানা রাচি (২০) নতুন কলাভবন সংলগ্ন শহীদ মিনার‌ প্রাঙ্গণে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় নিহত হন।

এ ঘটনার জেরে বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা (৫৩তম ব্যাচ) ‘জাহাঙ্গীরনগর অবরোধ’ কর্মসূচি পালন করে। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ডেইরি গেইট ও প্রান্তিক গেটে তালা ঝুলিয়ে দেয় এবং প্রধান ফটকে অবস্থান নেয়।

এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ ‘শোক দিবস’ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডেপুটি প্রক্টরের বিরুদ্ধে অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে গাফিলতি, রিকশার লাইসেন্স বিক্রি এবং নিয়মিত তদারকি না করার অভিযোগ তোলেন। এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জনেরও ডাক দেন।

শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের লক্ষ্যে আট দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো- ২৪ ঘণ্টার মধ্যে এই কাঠামোগত হত্যাকাণ্ডের যথাযথ বিচার করতে হবে; পর্যাপ্ত সড়কবাতি, ফুটপাথ ও গতিরোধক স্থাপন করতে হবে এবং যানবাহনে গতি পরিমাপক রাখতে হবে; নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে; মেডিকেল সেন্টারের জরুরি সেবার মানোন্নয়ন করতে হবে; নিবন্ধনহীন সব যানবাহন ক্যাম্পাসে নিষিদ্ধ করতে হবে এবং নিবন্ধন প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে; সব রিকশাচালকের প্রশিক্ষণপূর্বক নিবন্ধন নিশ্চিত করতে হবে; অদক্ষ নিরাপত্তাকর্মীদের প্রত্যাহার করতে হবে এবং ২৪ ঘণ্টার মধ্যে সিসিটিভি ক্যামেরাগুলো সচল করতে হবে।

এছাড়াও, আফসানা রাচির পরিবারের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ এবং প্রতিটি হলে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ে কোনো যানবাহন প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না।

জাবির প্রধান ফটকের কর্তব্যরত গার্ড রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থীরা সকাল ৬টার দিকে এসে অবস্থান নেয়। সকাল সাড়ে ৬টার দিকে তারা গেটে তালা লাগিয়ে দেয়। সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো যানবাহন ঢুকতে দিইনি।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী উম্মে মারজান বলেন, সকাল থেকে ৫৩তম ব্যাচের শিক্ষার্থীরা ডেইরি গেটে ‘জাহাঙ্গীরনগর অবরোধ’ কর্মসূচি পালন করছে।

আজকে বাহির থেকে কোনো মোটরচালিত যানবাহনকে প্রবেশের অনুমতি দেওয়া হবে না এবং ক্যাম্পাসের ভিতরে কোন ধরনের মোটরচালিত যান চলাচল করবে না।

তিনি আরো জানান, আজ বিকেলে আফসানার জানাজা হবে এবং ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের রসায়ন বিভাগের শিক্ষার্থী তালহা চৌধুরী বলেন, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না করতে পারার যেই ব্যর্থতা, সেটা প্রশাসনকে নিতে হবে। এতো বড় বিশ্ববিদ্যালয় অথচ পর্যাপ্ত চিকিৎসার অভাবে মেডিকেল সেন্টার নাপা সেন্টারে পরিণত হয়েছে। যখন কোনো দূর্ঘটনা হয়, তখন প্রশাসনের টনক নড়লেও কোন সুরাহা হয় না। প্রশাসনকে অবশ্যই দীর্ঘস্থায়ী সমাধানের পথে আসতে হবে।

এনজে

শেয়ার