Top

‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা

২১ নভেম্বর, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা
সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরার শ্যামনগরে ‘উপকূলীয় অঞ্চলের নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের হল রুমে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সবুজ সংহতি এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন এর সভানেত্রী ও জাতীয় কৃষিপদক প্রাপ্ত কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রি।

উপকূলীয় নারীদের নানা অভিজ্ঞতা তুলে ধরেন পদ্মপুকুরের নাসরিন নাহার, গাবুরার জেসিমন বেগম, ঈশ্বরীপুরের মিতা রানী, শ্যামনগরের অষ্টমী মালো, মুন্সিগঞ্জের সরমা রাণী, বুড়িগোয়ালিনীর কনিকা রানী মন্ডল প্রমুখ।

এসময় তারা উপকূলীয় দুর্যোগকবলিত ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত নারীদের অগ্রগতির পথে বিরাজমান নানা সামাজিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে যেভাবে লোকায়ত জ্ঞানের মাধ্যমে স্থানীয় কৃষি প্রাণবৈচিত্র্য ও প্রাণিসম্পদ রক্ষার মাধ্যমে নিজেদের পরিবারকে এগিয়ে নিয়েছেন, সফলতা অর্জন করেছেন, স্বীকৃতি পেয়েছেন তার গল্প তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী ইমরান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের জেন্ডার প্রমোটর মো. মাছুম বিল্লাহ প্রমুখ।

এম জি

শেয়ার