Top

বৈষম্যমুক্ত সমাজ, ইসলামী সমাজ ব্যবস্থার মূলমন্ত্র: ড. মাসুদ   

২৪ নভেম্বর, ২০২৪ ৩:৪২ অপরাহ্ণ
বৈষম্যমুক্ত সমাজ, ইসলামী সমাজ ব্যবস্থার মূলমন্ত্র: ড. মাসুদ   
নিজস্ব প্রতিবেদক :

বৈষম্যমুক্ত সমাজ, ইসলামী সমাজ ব্যবস্থার মূলমন্ত্র মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, সমাজে ধনী-গরিবের বৈষম্য নিরসনের লক্ষ্যে ইসলামী সুনিদিষ্ট নিদের্শনা রয়েছে। ধনীর সম্পদের গরিব অংশ রয়েছে। শনিবার দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন মাদ্রাসার ছাত্র, পথশিশু, দুস্থ-অসহায় নারী পুরুষের মাঝে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, এটি কোন অনুগ্রহ বা দয়া নয়। এটি আমাদের সামাজিক দায়িত্ব। ইসলামী সমাজ ব্যবস্থায় এই দায়িত্ব পালন করা বাধ্যতামূলক। ইসলামী শিক্ষা হচ্ছে, নিজের আরাম-আয়েশের পাশাপাশি সমাজে বসবাসকারী অন্যদের দুঃখ কষ্ট লাঘবে দায়িত্ব পালন করতে হবে। এটি আল্লাহর প্রদত্ত বিধান। কিন্তু সেই বিধান যথাযথভাবে পালন হচ্ছে না। কারণ আল্লাহর বিধানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। মানুষের তৈরি মতবাদে রাষ্ট্র পরিচালনা হচ্ছে বলেই রাষ্ট্রের প্রতিটি স্তরে স্তরে বৈষম্য বিদ্যমান।

এই বৈষম্য দূর করতে হলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই উল্লেখ করে ড. মাসুদ বলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হলে সমাজে কোন বৈষম্য থাকবে না। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, লুটপাট, জনগণের সম্পদ বিদেশে পাচার হবে না। জনগণের জান ও মালের নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের। ধনী-গরিব, নারী-পুরুষ, জাতি-গোষ্ঠী কিংবা ধর্মবর্ণের বিভাজন বা বিভেদের সুযোগ ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় নাই। রাষ্ট্রের কাছে সকলেই নাগরিক, সকলেই সমান অধিকার ও মর্যাদা লাভ করবে। তাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু মুসলিমদের নয় দেশের সব ধর্মের মানুষকেই দেশপ্রেমিক নাগরিক হিসেবে ভূমিকা রাখতে তিনি আহ্বান জানান।

বাউফল উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আমীর এডভোকেট নাজমুল আহসান, বাউফল উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিট শাখার নেতৃবৃন্দ। এসময় কম্বল নিতে আসা দুই অটো-রিকশা চালক ড. শফিকুল ইসলাম মাসুদকে জানান, তারা ব্যাটারীর অভাবে অটো-রিকশা চালাতে পারছে না। পরিবার নিয়ে কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে দেখে ড. মাসুদ তাদের দুইজনকে তাৎক্ষণিক দুই সেট নতুন ব্যাটারী কিনে দেন।

এনজে

শেয়ার