জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ৫৩ তম আবর্তনের শিক্ষার্থী আফসানা করিম রাঁচি (২০) নিহতের ঘটনায় অপরাধীকে শনাক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ. মোহাম্মদ কামরুল আহসান।
রোববার (২৪ নভেম্বর) আল্টিমেটামের দুইদিন অতিবাহিত হলেও প্রশাসন কোনো ধরনের কার্যক্রম পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে তালা দেয়। পরবর্তীতে, ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঘটনাস্থলে উপস্থিত হন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
অপরাধী শনাক্তকরণ প্রসঙ্গে উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান বলেন, ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৩ ব্যাচের মার্কেটিং বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আফসানা করিমের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অপরাধীকে শনাক্ত করতে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। রিকশাচালককে দ্রুত শনাক্তকরণের জন্য গঠিত তদন্ত কমিটি নিরলসভাবে কাজ করছে এবং এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশও অপরাধীকে শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, আফসানা করিমের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির সভাপতি ও সদস্যগণ এবং অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। আফসানা করিমের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিহত আফসানার নামে একটি সড়কের নামকরণ এবং স্থায়ী স্মৃতিফলক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা প্রাপ্তির সুব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
উপাচার্য আরো বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্রুততম সময়ে সিসি টিভি/আইপি ক্যামেরা স্থাপন এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকল প্রকার ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চলাচল নিষিদ্ধ, লাইসেন্স ও রেজিস্ট্রেশন নম্বরবিহীন যেকোনো যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতি ৩০ মিনিট অন্তর শাটল বাস চালু করা হয়েছে।
ক্যাম্পাসে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, অংশীজনদের চাহিদা ও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পায়ে চালিত রিকশা ও ভ্যান চলাচল করতে পারবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে, ক্যাম্পাসের সড়ক পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় স্থানে স্পীডব্রেকার/গতিরোধক স্থাপন ও ফ্লুরোসেন্ট রিফ্লেকটিভ পেইন্ট মার্কিং দ্বারা চিহ্নিতকরণ, গতিসীমা নির্ধারণের লক্ষ্যে ফ্লুরোসেন্ট পেইন্ট দ্বারা রোড সাইন স্থাপন, প্রয়োজনীয় স্থানে মিরর (উত্তল দর্পণ) স্থাপন ও প্রয়োজনীয় সংখ্যক সাইকেল স্ট্যান্ড স্থাপন করা হবে।
অধিকতর উন্নয়ন প্রকল্প প্রসঙ্গে উপাচার্য বলেন, রাস্তার পাশে সুপরিকল্পিতভাবে ওয়াকওয়ে, সাইকেল লেনসহ কার্পেটিং রাস্তা নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক প্রশস্তকরণ, ফুটপাতসহ প্রয়োজনীয় নির্মাণের কাজ প্রক্রিয়াধীন। ইতোমধ্যে ইজিপি সংক্রান্ত কার্যক্রম শুরু হয়েছে। উপাচার্য আফসানা করিমের ঘাতক ব্যাটারি-চালিত রিকশা চালককে শনাক্তকরণ এবং গৃহীত অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে শিক্ষার্থী-শিক্ষক এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এম জি