Top

বাগেরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক কারাগারে

২৪ নভেম্বর, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
বাগেরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক কারাগারে
বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯জনকে কারাগারে প্রেরণ করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ ৯জন জামিনের জন্য আদালতে হাজির হন। চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ ওসমান গনি তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতসূত্রে জানা যায়, গতবছর ২৮ অক্টোবর ঢাকার সমাবেশ শেষে স্থানীয় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা ফেরার পথে তাদের উপর হামলা করে আসামীরা। এঘটনায় গত ১৯ নভেম্বর আদালতে মামলা করেন শরণখোলার উত্তর সাউথখালী এলাকার আবু বক্কর সিদ্দিক নামের এক জামায়াত নেতা।

বাদী আবু বক্কর সিদ্দিক বলেন, ঢাকার সমাবেশ থেকে ফেরার সময় রায়েন্দা মাছ বাজারে আমাদের উপর হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এঘটনায় আমিসহ ৮জন মারাত্মক আহত হই। দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয়েছিল আমাদের। তাদের প্রভাবে কোথাও অভিযোগ পর্যন্ত দিতে পারিনি। সরকার পতন হলে আদালতে ১৪জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০-৫০ জনের নামে মামলা করি।

বাদী পক্ষের আইনজীবি আব্দুল ওয়াদুদ জানান, আসামীদের মধ্যে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে। দীর্ঘ শুনানী শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এম জি

শেয়ার