ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৫ নভেম্বর) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির এ তথ্য নিশ্চিত করেছেন।
এই আইনজীবী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি পরীক্ষা দিতে পারেননি তারা দ্বিতীয়বার ভর্তির সুযোগ চেয়ে আদালতে একটি রিট আবেদন করেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার কোনো শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিতে পারবে না মর্মে জারি হওয়া প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে মূলত রিটটি করা হয়েছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ওই রিটের শুনানিতে অংশ নেই। শুনানিতে রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দেন হাইকোর্ট।
আইনজীবী শিশির মনির জানান, শুনানিতে হাইকোর্ট বলেন- বার বার এ ধরনের রিট আদালতের সামনে আনার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। এ নিয়ে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ উষ্ণাও প্রকাশ করেন। রিটটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করার ফলে কোনোভাবেই আর ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন না কোনো পরীক্ষার্থী।
এম জি