Top

সাদ অনুসারীদের বিচারের দাবিতে টঙ্গীতে জুবায়ের অনুসারীদের বিক্ষোভ

১৩ ডিসেম্বর, ২০২৪ ৭:১২ অপরাহ্ণ
সাদ অনুসারীদের বিচারের দাবিতে টঙ্গীতে জুবায়ের অনুসারীদের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি :

মাওলানা সাদ কান্ধলভি অনুসারীদের হামলার বিচারের দাবিতে বিক্ষোভ, অবরোধ ও স্মারকলিপি দিয়েছেন মাওলানা জুবায়ের অনুসারীরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জুম্মার নামাজের পর টঙ্গী পূর্ব থানার প্রধান ফটকে কয়েক হাজার মুসল্লি জড়ো হয়। এ সময় তারা মামলা প্রত্যাহারের স্লোগান দিতে থাকেন। এ সময় জুবায়ের অনুসারীরা শাখা সড়ক ছাড়িয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলে জুবায়ের অনুসারীরা টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কে সমাবেশ করেন।

অভিযোগ করা হয়, ২০১৮ সালের ১ ডিসেম্বর ইজতেমা ময়দান দখল করতে মাওলানা সাদ অনুসারীরা ময়দানে থাকা নিরীহ মুসল্লিদের ওপর হামলা চালায়। হামলার পর গত সরকার আমলে কোনো বিচার হয়নি, এ দাবি জানিয়ে মাওলানা জুবায়ের অনুসারীরা আজ বিক্ষোভ করেন।

গত ২৯ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত জোড় ইজতেমার সফল বাস্তবায়ন শেষে ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা দ্বিতীয় দফায় ২০-২৪ ডিসেম্বর ইজতেমা আয়োজনের জন্য অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছিল। তবে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে তাদের আবেদন মঞ্জুর করা হয়নি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সাদ অনুসারী ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরব্বিরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনারের কার্যালয়ে যান। আলোচনা শেষে ফেরার পথে টঙ্গীর মুন্নু গেট এলাকায় জুবায়ের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে তাদের একটি প্রাইভেট কার ভাংচুর করে। জুবায়ের অনুসারীদের হামলায় সাদ পন্থীদের ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মাওলানা বসির (৫২), মাওলানা আতাউর (৫৪), রেজা আরিফ (৫৫), প্রকৌশলী মহিবুল্লাহ্ (৬০), হাজী মনির (৫৫) আহত হন। পরে তাদেরকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

বিক্ষোভ সমাবেশ শেষে বিকেল সাড়ে ৩টায় মুফতি মাসুদুল করিম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ-দক্ষিণ) এস এম নাসিরুদ্দিনের কাছে স্মারকলিপি দেন। এ সময় ইজতেমা আয়োজক কমিটির অন্য মুরব্বিরাও উপস্থিত ছিলেন।

মুফতি মাসুদুল করিম বলেন, ২০১৮ সালে সাদ অনুসারীরা আমাদের ওপর হামলা করেছিল। কিন্তু আমরা বিচার পাইনি। তারা এ বছরও অন্যায়ভাবে ময়দানে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা তাদের বাধা দিয়েছি এবং আজ পুলিশকে স্মারকলিপি দিয়েছি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, সাদপন্থীদের পক্ষ থেকে ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০/৪০ জনকে আসামি করে একটি মামলা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএিমপির) উপ-কমিশনার এস এম নাসিরুদ্দিন বলেন, কয়েক হাজার জুবায়ের অনুসারী স্মারকলিপি দিয়েছেন। ইজতেমা ময়দান ও আশপাশে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরো জানান, বিশ্ব ইজতেমার পূর্বে জোড় ইজতেমাকে ঘিরে উদ্ভূত যে কোন পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে টঙ্গীতে সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) জোহরের নামাজের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড ও মিলগেট এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে টহলরত সেনাবাহিনীর পেট্রোল কমান্ডার সাংবাদিকদের বলেন, সব সময়ের মতোই বাংলাদেশ সেনাবাহিনী জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে আছে। বিশেষ করে বিশ্ব ইজতেমায় বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঘটনার পর আমরা অধিক সতর্ক আছি। বিশ্ব ইজতেমা ময়দানের চারপাশে বাংলাদেশ পুলিশ, এপিবিএন, র‌্যাব সদস্য মোতায়ন রয়েছে। টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার সামনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত: আগামী বছর দুই ধাপে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর শুরায়ে নেজামের আয়োজনে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে ৫ দিন ব্যাপী জোড় ইজতেমা শেষ হয়েছে। ২০ ডিসেম্বর সাদপন্থীরা জোড় ইজতেমা করবেন ও জুবায়ের পন্থীরা করতে দিবে না বলে বিরোধ চলছে।

এম জি

শেয়ার