Top

কুবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

১৪ ডিসেম্বর, ২০২৪ ৭:১৩ অপরাহ্ণ
কুবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে কালো ব্যাজ ধারণ ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর ১০টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়। বাদ যোহর শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত ভাষণে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মাসুদা কামাল বলেন, “আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি, সমাজের দুইটি শ্রেণি বিশেষভাবে গুরুত্বপূর্ণ—ধনী শ্রেণি এবং বুদ্ধিজীবী শ্রেণি। এই বুদ্ধিজীবীরাই একটি জাতির বিবেককে জাগ্রত রাখেন। ১৯৭১ সালে শত্রুরা পরিকল্পিতভাবে এই শ্রেণিকে ধ্বংস করে আমাদের জাতিকে দুর্বল করতে চেয়েছিল। আমরা সেই সব শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাত কামনা করছি।”

তিনি আরও বলেন, “ধনী ও বুদ্ধিজীবী শ্রেণির পাশাপাশি আরেকটি শক্তিশালী শ্রেণি হলো যুব সমাজ। জুলাই বিপ্লবে আমরা দেখেছি, কীভাবে যুবসমাজ ঐক্যবদ্ধভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুকের তাজা রক্ত ঢেলে সমাজ পরিবর্তন এনেছে। আমরা সেই সব শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করি।”

শোক র‌্যালি ও আলোচনা সভায় মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয়।

বিএইচ

শেয়ার