Top

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, খালি নেই হোটেল-মোটেলের রুম

১৪ ডিসেম্বর, ২০২৪ ৮:১৫ অপরাহ্ণ
টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল, খালি নেই হোটেল-মোটেলের রুম
মিনার হাসান, কক্সবাজার প্রতিনিধি :

সাপ্তাহিক ছুটি ও ১৬ ডিসেম্বর উপলক্ষে টানা চার দিনের ছুটি পেয়ে ভ্রমন পিপাসু মানুষ ছুটে এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। পাঁচ শতাধিক হোটেল মোটেলের কোনো রুম খালি নেই বলে জানা গেছে।

গতকাল শুক্রবার সকাল থেকে সমুদ্রসৈকতে পর্যটকদের আনাগোনা শুরু হয়, বিকালের মধ্যেই পুরো সৈকত পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠে।সেইসঙ্গে স্বস্তির সুবাতাস বইছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যেও। দেশের পর্যটনের রাজধানী খ্যাত এই কক্সবাজার সমুদ্র সৈকত। ডিসেম্বর-জানুয়ারী সময়টা শীতের প্রকোপ বাড়ার পাশাপাশি সরকারী ছুটি, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ হওয়া সব মিলিয়ে ঘুরে বেড়ানোর চরম সময় এটিই। তাইতো মানুষ উন্মুখ থাকে বছরের এই সময়টিতে ঘুরে বেড়ানোর জন্য। দেশের ভ্রমন পিপাসু মানুষের প্রথম চাহিদা কক্সবাজার সমুদ্রের বালিয়াড়ি। সমুদ্র সৈকতের পাশাপাশি রয়েছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। আছে ভার্জিন দ্বীপ সোনাদিয়া, দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে সরকারী ও বেসরকারি ভাবে গড়ে তোলা হয়েছে প্রায় ছয়শ এর কাছাকাছি তারকা মানের হোটেল মোটেল জোন। রয়েছে আলাদা পুলিশিং সার্ভিস। পর্যটকদের কথা ভেবে মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সাগরের নীল জলরাশি ছুঁয়ে গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর।

পর্যটকদের এহেন ভীড়ে দারুক উৎফুল্ল থাকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের ব্যবসায়ের মূল মৌসুম এটিই। সেবা বিনিময়ের প্রতিযোগিতা চলে তাদের মাঝে। নিজেদের সর্বোচ্চ সেবা দিয়ে মন জয় করে নিজেকে টিকিয়ে রাখার প্রয়াস থাকে সকলের। বিনিময়ে যতটুকু আয় করা যায়।

এ বিষয়ে জানতে চাইলে পর্যটন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান বলেন, আমরা আমাদের সেবার মানটা ও সর্বোচ্চ রাখার চেষ্টা করি। যদি ও কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সড়ক পথের যোগাযোগ ব্যবস্থার আরো উন্নত হলে পর্যটকের সংখ্যা আরো অনেকগুণ বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।

ভ্রমনে আসা সিলেটের এর বাসিন্দা পর্যটক অলিদ আহমেদ (৩৫) বলেন, এবার কক্সবাজারকে দারুন উপভোগ করছি। যদিও হোটেল রুম পেতে একটু বেগ পেতে হয়েছে। তবে পরিবার নিয়ে আসতে পেরে খুশি।

টানা ছুটিতে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম হওয়ায় জেলা প্রশাসনের পর্যটন সেল থেকে বিশেষ মনিটরিং ব্যবস্থা রাখা হয়েছে। কোনো পর্যটক যাতে হয়রানির শিকার না হয়- বিষয়টি তদারকির জন্য পর্যাপ্ত টুরিস্ট পুলিশও প্রস্তুত রয়েছে বলে।

বিএইচ

শেয়ার